Site icon Jamuna Television

পুলিশ ও প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি— বলছে টিআইবি

রাজনৈতিক দলীয়করণের প্রবণতা এখনও চলমান। এছাড়া, বিচার-পুলিশ ও প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলে জানিয়েছে, টিআইবি। সংস্থাটির গবেষণা এসব তথ্য উঠে আসে।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির গবেষণা প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলা হয়, নির্বাচন নিয়ে অন্তবর্তি সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে কাঙ্ক্ষিত স্বস্তি নেই। কর্মসংস্থান আশানুরুপ হয়নি, দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বলে গবেষণায় উঠে এসেছে।এছাড়াও রাজনৈতিক দলগুলো দখল, চাঁদাবাজির সংস্কৃতি চলমান। গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত হয়নি বলে এ গবেষণা প্রতিবেদন উঠে এসেছে।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক, কৌসুলিদের নিয়োগ নিয়ে বিতর্ক আছে। তাদের দক্ষতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন আছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেয়ায় মামলার ভিত্তি দুর্বল হয়েছে। আইন লঙ্ঘন করে গ্রেফতার ও রিমান্ডের পুরোনো ধারা বিদ্যমান রয়েছে। আদালতে গ্রেফতারকৃতরা ও আইনজীবীরা আক্রমণের শিকার হয়েছেন।

১৫ জুলাই থেক ৮ আগস্ট পর্যন্ত ঘটনায় দায়মুক্তির সমালোচনা করা হয়েছে গবেষণায়। ঢালাও প্রতিশোধপ্রবণ আটক ও জামিন নামমঞ্জুরের প্রমাণও পাওয়া গেছে।

/এটিএম

Exit mobile version