মালয়েশিয়ায় জাহাজ ডুবির ঘটনায় ১ বাংলাদেশিসহ নিহত ২

|

মালয়েশিয়ায় পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় এক বাংলাদেশিসহ ২ জন নিহত হয়েছে।

মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকা জোহরের কোতা তিংগী নামক জায়গায় মালবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে৷ এতে ১ বাংলাদেশি ও ১ চিনা নাগরিক নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও এক বাংলাদেশি৷
নিখোঁজ বাংলাদেশির পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি’র পরিচালক আমিন উদ্দিন আব্দুল রশীদ বলেন, নির্দিষ্ট গন্তব্যের মাত্র ১৪ কিলোমিটার দূরে থাকতে ইঞ্জিন শক্তি হারিয়ে ফেলে জাহাজটি।

দূর্ঘটনার বিষয়ে ৩০ বছর বয়সী বাংলাদেশি ক্যাপ্টেন মিজাম উল হক বর্ণনায় বলেন, ঘটনাটি তাদের কাংখিত গন্তব্যের খুব কাছাকাছি ঘটেছে৷

ক্যাপ্টেন বলেন- ‘গন্তব্যে ১৪.৪ কি.মি. পথ বাকি থাকতেই জাহাজের জেনারেটর শক্তি হারিয়ে ফেলে৷ যে কারণে, আমি জাহাজের স্টিয়ারিং নিয়ন্ত্রণ করতে পারিনি। চার থেকে পাঁচ মিটার উচ্চ শক্তিশালী ঢেউগুলি বিভিন্ন দিক থেকে জাহাজে আঘাত হানছিল ফলে জাহাজটি আরও দূরে সরে যায় ৷

নিজাম আরও বলেন, ‘পানি জাহাজে প্রবেশ করেছিল এবং আমরা আর নিয়ন্ত্রণ করতে পারিনি৷ আমি চিৎকার করে ক্রুদের বললাম জাহাজ থেকে সরে যেতে৷

জাহাজটিতে মোট নয়জন ক্রু ছিলেন, যার মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply