পুরোপুরি বন্ধ হলো মোবাইল ইন্টারনেট

|

সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করা হয়েছে। রাতে টুজি সেবাও বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে বিটিআরসি।

এরআগে শনিবার দুপুর দুইটা থেকে মোবাইল ফোনে ইন্টারনেট থ্রি-জি এবং ফোর-জি সার্ভিস বন্ধ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি।

তবে যথারীতি চালু থাকবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘আমরা ইন্টারনেট বন্ধ করার বিষয়ে কোন নির্দেশনা পাইনি। ফলে ব্রডব্যান্ড ব্যবহারকারীরা তাদের নিয়মিত সেবা পাবেন।

তিনি আরো বলেন, ‘ব্রডব্যান্ড বন্ধ হলে দেশের ব্যবসায়িক এবং অফিসিয়াল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হবে।’ উল্লেখ্য, দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রায় ৬০ লাখ গ্রাহক রয়েছেন।

এর আগে বিটিআরসির নির্দেশনায় ২৭ ডিসেম্বর রাত ১০টা থেকে ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশের সব মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply