ভোট দিলেন ড. কামাল

|

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন ভোট দিয়েছেন। আজ সকাল ৮টা ৩৫ মিনিটে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় তার সঙ্গে স্ত্রী ও মেয়ে সারা হোসেন উপস্থিত ছিলেন।

এসময় ড. কামাল বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে উচ্ছ্বসিত। তবে কিছু জায়গায় থেকে অভিযোগ এসেছে। ভোট দিতে বাধা দেয়াকে বঙ্গবন্ধু ও শহীদদের সাথে বেঈমানি বলে আখ্যা দেন ড. কামাল।

সারাদেশের ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩৯টি দলই একাদশ সংসদ ভোটে অংশগ্রহণ করছে।

সারা দেশে এবার মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি ও ভোটকক্ষ ২ লাখ ৬ হাজার ৭৬৭টি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply