রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হলো সংগীতশিল্পী শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতিতে সুরের সারথি’। অনুষ্ঠানটি আয়োজন করে সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, গীতিকবি সংঘ বাংলাদেশ ও মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ।
অনুষ্ঠানে হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, পার্থ বড়ুয়া, আসিফ ইকবাল, গোলাম মোর্শেদ, শহীদুল্লাহ্ ফরায়জী, আফতাব মাহমুদ খুরশীদ, রিপন খান, শওকত আলী ইমন, হাসান মহিবুর রেজা রুবেল, নাঈমুল ইসলাম, রাইসুল ইসলাম রিমন, অন্তরা রহমানসহ অনেকেই স্মৃতিচারণ করেন। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত দুই শিল্পীর পরিবারও।
জয় শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে দুই শিল্পীর পারিবারিক জীবন ও সঙ্গীতজীবনের নানা দিক তুলে ধরা হয়। শেষে দুই শিল্পীর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যান্ড তারকা, সংগীতশিল্পী শাফিন আহমেদ। অন্যদিকে, ১৩ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করা জনপ্রিয় সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল গত বছরের ৩০ জুলাই পরপারে পাড়ি জমান।
/এএম

