Site icon Jamuna Television

জয়পুরহাটে গভীর নলকূপের লাইনম্যানের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে গভীর নলকূপের লাইনম্যানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) গভীর রাতে উপজেলার বরাইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ (৬৫) উপজেলার রেলগাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাইদ দীর্ঘদিন ধরে গভীর নলকূপের লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার দিন রাতেও তিনি নিয়মমতো দায়িত্বে ছিলেন। ভোরে ফোনে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা নলকূপের ঘরে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসআইএন

Exit mobile version