Site icon Jamuna Television

ট্রাম্প-পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউজে শুরু হওয়া বহুল আলোচিত বৈঠকে এই ইস্যুতে রাজি হয়েছেন দুই নেতা। খবর রয়টার্সের।

সোমবার, ওয়াশিংটন সময় দুপুর একটার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক শুরু হয়। এতে দুই নেতাই জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতেই তারা বৈঠকে বসেছেন।

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় যৌথ আলোচনা, যেখানে যোগ দেন ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা। এ বৈঠকে অংশ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ন্যাটো মহাসচিব মার্ক রুটেসহ অন্যান্য নেতারাও।

এর আগে শনিবার আলাস্কায় বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও ইউক্রেন যুদ্ধ বন্ধে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান।

/এসআইএন

Exit mobile version