Site icon Jamuna Television

কুয়েতে বিমানবন্দরের কর্মীদের জন্য বাধ্যতামূলক মাদক পরীক্ষা চালু

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সব কর্মীর জন্য অ্যালকোহলসহ মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তার মান জোরদার করতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কুয়েত টাইমস।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে কার্যরত সব প্রতিষ্ঠানের কর্মীদের মেডিকেল স্ক্রিনিং করতে হবে, বিশেষত যাদের লাইসেন্স ওই কর্তৃপক্ষের মাধ্যমে ইস্যু করা হয়েছে।

পরীক্ষায় মাদক, সাইকোট্রপিক পদার্থ ও অ্যালকোহল অন্তর্ভুক্ত থাকবে এবং অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠানের মাধ্যমে মাসের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার প্রমাণ জমা দিতে হবে, যার মধ্যে টেস্ট রিপোর্টের কপি বা সনদপ্রাপ্ত মেডিকেল রিপোর্ট থাকবে।

ইতোমধ্যে একটি প্রতিষ্ঠান তাদের টেকনিক্যাল লাইসেন্সধারী কর্মীদের জানিয়েছে, সোমবার থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা দিতে অস্বীকার করাকে পজিটিভ ফলাফল হিসেবে গণ্য করা হবে।

বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, নতুন নীতি কার্যকর করার লক্ষ্য হলো বিমানবন্দরের কার্যক্রমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশটির প্রধান আঞ্চলিক হাব হিসেবে জনগণের আস্থা বজায় রাখা।

/এআই

Exit mobile version