Site icon Jamuna Television

কনে দেখতে যাওয়ার পথে ডুবে গেল নৌকা, শিশুসহ নিখোঁজ ২

যাচ্ছিলেন কনে দেখতে, পথে হাওরে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছে শিশুসহ দু’জন। এ ঘটনায় পাঁচ জনকে জীবিত উদ্ধার করা গেছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার দারাম হাওরে নৌকাডুবি হয়।

স্থানীয়রা জানায়, কনে দেখতে নৌকা করে ধর্মপাশা থেকে মহেশপুর যাচ্ছিলো ছেলেপক্ষ। কান্দাপাড়ার দারাম হাওরে পৌছালে প্রবল বাতাস ও তীব্র ঢেউয়ের মুখে ডুবে যায় নৌকাটি।

স্থানীয়রা ৫ জনকে জীবিত উদ্ধার করলেও এখনও খোঁজ মেলেনি শিশু নুসরাত আর ঘটক শামসুদ্দিনের। তাদের সন্ধানে চলছে অভিযান।

উদ্ধার হওয়া পাঁচজন হলেন— কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৪), আব্দুল হাসিম (৬০), ইসরাত জাহান (১০), রাধানগর গ্রামের শফিকুল ইসলাম (৫০) ও রিপন মিয়াকে (৪৫)।

/এমএইচ

Exit mobile version