২৮৮ আসনে মহাজোটের জয়

|

একাদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে দেখা জানা গেছে, আজ অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৭৭টিতে ইতোমধ্যে বিপুল ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ। এছাড়া বেশিরভাগ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে মাত্র ৭টি আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। আর তিনটি আসনে বিজয়ী হয়েছেন অন্যরা।

বেসরকারিভাবে নির্বাচিত ২৭৭টি আসনের ফলাফল হল–

মেহেরপুর-১ আসনের ১০৬ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের ফরহাদ হোসেন দোদুল পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৪৫৪, বিএনপির মাসুদ অরুণ পেয়েছেন ১৪ হাজার ১২৫ ভোট।

মেহেরপুর-২ আসনে ৮৩ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের শহিদুজ্জামান খোকন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৪ ভোট, আর বিএনপির জাভেদ মাসুদ মিল্টন পেয়েছেন ৭ হাজার ৯০০ ভোট।

কুষ্টিয়া-১ আসনে ১২৬ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের আ খ ম সরোয়ার জাহান বাদশা পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট। এ আসনে বিএনপির রেজা আহমেদ বাচ্চুর প্রাপ্তা ভোট সংখ্যা সাকুল্যে ৩ হাজার ৪২০টি। কক্সবাজার-৪ আসনের ১০০ কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষিত হয়েছে। একে আওয়ামী লীগের শাহীনা আক্তার চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৪২৪ ভোট, আর বিএনপির শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৮ হাজার ৪৮২ ভোট।

কুষ্টিয়া-২ আসনে ১৫৮ কেন্দ্রের সবগুলোর ফলাফলে নৌকা প্রতীকের হাসানুল হক ইনু পেয়েছেন ৮১ হাজার ৪৫ ভোট, আর লাঙ্গল প্রতীকের আহসান হাবিব লিংকন পেয়েছেন ৩৬ হাজার ৭৭৪ ভোট।

কুষ্টিয়া-৩ আসনে ১৩৪ কেন্দ্রে সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৫৯২ ভোট, আর ধানের শীষের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পেয়েছেন ১৪ হাজার ৩৭৯ ভোট।

কুষ্টিয়া-৪ আসনের মোট ১৪৭ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৮৬৪ ভোট, আর বিএনপির সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি পেয়েছেন ১২ হাজার ৩১৯ ভোট।

বাগেরহাট-৩ আসনের ৯৬ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের হাবিবুন নাহার তালুকদার পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৯০৭ ভোট, আর জামায়াতের এডভোকেট আব্দুল ওয়াদুদ পেয়েছেন ১৩ হাজার ৪০৮ ভোট।

যশোর-১ আসনের সর্বমোট ১০২ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৩৬ ভোট, আর বিএনপির মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন ৪ হাজার ৮০২ ভোট।

সিরাজগঞ্জ-৪ এর মোট ১২৭ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের তানভীর ইমাম পেয়েছেন ৩ লাখ ৫ হাজার ৪৪৮ ভোট, আর জামায়াতের রফিকুল ইসলাম খান পেয়েছেন ২৪ হাজার ৪৮৭ ভোট।

নেত্রকোণা-৪ আসনে মোট ১৩৭ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের বেগম রেবেকা মমিন পেয়েছেন ২ লাখ ৪ হাজার ৬০৩ ভোট, আর বিএনপির তাহমিনা জামান পেয়েছেন ৩৮ হাজার ১০৫ ভোট।

ভোলা-৪ আসনে ১৩৬ আসনের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৯১২ ভোট, আর বিএনপির নাজিম উদ্দিন আলম পেয়েছেন ৫ হাজার ৪৭ ভোট।

নওগাঁ-৪ আসনের ১০৮ আসনের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের ইমাজ উদ্দিন প্রামাণিক পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৪৬২ ভোট, আর বিএনপির শামসুল আলম প্রামাণিক পেয়েছেন ৪৯ হাজার ৯৭১ ভোট।

মাগুরা-১ আসনের সব কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের সাইফুজ্জামান শিখর পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ১৩০ ভোট, আর বিএনপির মনোয়ার হোসেন খান পেয়েছেন ১৬ হাজার ৪৬৭ ভোট।

মাগুরা-২ আসনে ১৩৪ আসনের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের বিরেন শিকদার পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ৬১২ ভোট, আর বিএনপির নিতাই রায় চৌধুরী পেয়েছেন ৬৫ হাজার ৮২৮ ভোট।

চট্টগ্রাম-৬ আসনে নৌকার প্রার্থী মোট ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির জসিম উদ্দিন সরকার পেয়েছেন ২ হাজার ৩০৭ ভোট।

নেত্রকোনা-৫ আসনে নৌকার প্রার্থী ওয়ারেসাত হোসেন বেলাল মোট ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আবু তাহের তালুকদার পেয়েছেন ১৫ হাজার ৫৪২ ভোট।

হবিগঞ্জ ২ আসনে নৌকার প্রার্থী আবদুল মজিদ খান মোট ১ লাখ ৭৭ হাজার ৯৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী খেলাফত মজলিশের মাওলা আব্দুল বাসিত আজাদ পেয়েছেন ৬ হাজার ২৫ ভোট।

চুয়াডাঙ্গা ১ আসনে নৌকার প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মোট ৩ লাখ ২৫ হাজার ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির শরিফুজ্জামান শরিফ ২৪ হাজার ৪০৩ ভোট পেয়েছেন।

ঝালকাঠি ১ আসনে নৌকার প্রার্থী বজলুল হক হারুন পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৫২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের ব্যারিস্টার শাহজাহান ওমর পেয়েছেন ৬ হাজার ১৫১ ভোট।

বগুড়া ৫ আসনে নৌকার প্রার্থী মো. হাবিবুর রহমান মোট ৩ লাখ ৩২ হাজার ৮১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের জি এম সিরাজ পেয়েছেন ৪৭ হাজার ৪০১ ভোট।

কিশোরগঞ্জ ৪ আসনে নৌকার প্রার্থী রেজওয়ান আহমেদ তৌফিক মোট ২ লাখ ৫৮ হাজার ৫১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান পেয়েছেন ৪ হাজার ৯৩৬ ভোট।

কিশোরগঞ্জ ২ আসনে নৌকার প্রার্থী নূর মোহাম্মদ মোট ২ লাখ ৯৭ হাজার ৮৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন পেয়েছেন ৫১ হাজার ৩১৯ ভোট।

চট্টগ্রাম ৬ আসনে নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী মোট ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের জসিম উদ্দিন সিকদার পেয়েছেন ২ হাজার ৩০৭ ভোট।

নওগাঁ ২ আসনে নৌকার প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার মোট ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মো. শামসুজ্জোহা খান পেয়েছেন ৯৯ হাজার ৯১৬ ভোট।

চাঁদপুর ১ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন খান আলমগীর মোট ১ লাখ ৯৭ হাজার ৬৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মো. মোশাররফ হোসেন পেয়েছেন ৭ হাজার ৯০৪ ভোট।

পাবনা ২ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির মোট ২ লাখ ৩৫ হাজার ২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের এ কে এম সেলিম রেজা হাবিব পেয়েছেন ৫ হাজার ১৪৯ ভোট।

রংপুর ৬ আসনে নৌকার প্রার্থী শিরীন শারমিন চৌধুরী মোট ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।

বান্দরবানে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈ সিং মোট ১ লাখ ৪২ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের সাচিং প্রু জেরী পেয়েছেন ৫৮ হাজার ৪৮৭ ভোট।

নাটোর ২ আসনে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল মোট ২ লাখ ৬০ হাজার ৫০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের সাবিনা ইয়াসমিন ছবি পেয়েছেন ১৬ হাজার ৭৩ ভোট।

পাবনা ১ আসনে নৌকার প্রার্থী শামসুল হক টুকু মোট ২ লাখ ৮২ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের অধ্যাপক আবু সাইয়িদ পেয়েছেন ১৫ হাজার ৩৯১ ভোট।

ভোলা ১ আসনে নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ মোট ২ লাখ ৪২ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আলমগীর কবির পেয়েছেন ৭ হাজার ২২৪ ভোট।

জয়পুরহাট ২ আসনে নৌকার প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন মোট ২ লাখ ৩১ হাজার ২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের এ ই এম খলিলুর রহমান পেয়েছেন ২৫ হাজার ৫৬১ ভোট।

গোপালগঞ্জ ৩ আসনে নৌকার প্রার্থী শেখ হাসিনা মোট ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের এস এম জিলানী পেয়েছেন ১২৩ ভোট।

হবিগঞ্জ ৪ আসনে নৌকার প্রার্থী অ্যাড. মো. মাহবুব আলী মোট ৩ লাখ ৯৬ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আহমদ আবদুল কাদের পেয়েছেন ৪৫ হাজার ১৫১ ভোট।

পাবনা ৪ আসনে নৌকার প্রার্থী শামসুর রহমান শরীফ ডিলু মোট ২ লাখ ৪৭ হাজার ৯৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৪৮ হাজার ৩৮৩ ভোট।

নাটোর ৪ আসনে নৌকার প্রার্থী মো. আব্দুল কুদ্দুস মোট ২ লাখ ৮৬ হাজার ২৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী লাঙ্গলের মো. আলা উদ্দিন মৃধা পেয়েছেন ৬ হাজার ৯৭৯ ভোট।

মাদারীপুর ১ আসনে নৌকার প্রার্থী নূর ই আলম চৌধুরী মোট ২ লাখ ২৭ হাজার ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের সাজ্জাদ হোসেন সিদ্দিকী পেয়েছেন ৪৩৬ ভোট।

কুড়িগ্রাম ৩ আসনে নৌকার প্রার্থী এম এ মতিন ১ লাখ ৩১ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী তানভির উল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ২৮৫ ভোট।

নওগাঁ ৬ আসনে নৌকার প্রার্থী মো. ইস্রাফিল আলম মোট ১ লাখ ৯০ হাজার ৪২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আলমগীর কবির পেয়েছেন ৪৬ হাজার ১৫৪ ভোট।

ভোলা ৪ আসনে নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মোট ২ লাখ ৯৮ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের নাজিম উদ্দিন আলম পেয়েছেন ৫ হাজার ৪৭ ভোট।

চট্টগ্রাম ১৪ আসনে নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী মোট ১ লাখ ৮৯ হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমেদ পেয়েছেন ২১ হাজার ৯৪৭ ভোট।

নাটোর ৩ আসনে নৌকার প্রার্থী জুনাইদ আহমেদ পলক মোট ২ লাখ ৩০ হাজার ৮৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৮ হাজার ৭৫০ ভোট।

বাগেরহাট ৩ আসনে নৌকার প্রার্থী হাবিবুন নাহার তালুকদার ১ লাখ ৮৮ হাজার ৯০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের অ্যাড. আব্দুল ওয়াদুদ পেয়েছেন ১৩ হাজার ৪০৮ ভোট।

যশোর ৬ আসনে নৌকার প্রার্থী ইসমত আরা সাদেক মোট ১ লাখ ৫৪ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মো. আবুল হোসাইন আজাদ পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট।

কক্সবাজার ৪ আসনে নৌকার প্রার্থী শাহীন আক্তার চৌধুরী মোট ২ লাখ ২১ হাজার ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের শাহজাহান চৌধুরী চেয়েছেন ৩৬ হাজার ৯৫৭ ভোট।

বরিশাল ১ আসনে নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ্ মোট ২ লাখ ৫৫ হাজার ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের জহির উদ্দিন স্বপন ১ হাজার ৩০৫ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ ২ আসনে নৌকার প্রার্থী শরীফ আহমেদ ২ লাখ ৯৩ হাজার ৩৮৯ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের শাহ শহীদ সারোয়ার পেয়েছেন ৬২ হাজার ৩২৪ ভোট।

সিলেট ১ আসনে নৌকার প্রার্থী ড. এ কে এম আব্দুল মোমেন মোট ২ লাখ ৯৮ হাজার ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৫১ ভোট।

ময়মনসিংহ ৯ আসনে নৌকার প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন মোট ২ লাখ ২৭ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের খুররম খান চৌধুরী পেয়েছেন ২০ হাজার ৮৫৮ ভোট।

বরিশাল ৬ আসনে লাঙ্গলের প্রার্থী নাসরিন জাহান রত্না ১ লাখ ৫৯ হাজার ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আবুল হোসেন খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৫৮ ভোট।

বরিশাল ৫ আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক মোট ২ লাখ ১৫ হাজার ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ৩১ হাজার ৩৬২ ভোট।

টাঙ্গাইল ৬ আসনে নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু মোট ২ লাখ ৮০ হাজার ২২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের অ্যাড. গৌতম চক্রবর্তী পেয়েছেন ৪৪ হাজার ৫৫৯ ভোট।

ফরিদপুর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের মজিবুর রহমান চৌধুরী নিক্সন মোট ১ লাখ ৪৫ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী নৌকার কাজী জাফর উল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ১৬৩ ভোট।

ঢাকা ৪ আসনে লাঙ্গলের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা ১ লাখ ৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের সালাহ উদ্দিন আহমেদ পেয়েছেন ৩৩ হাজার ১১৭ ভোট।

নোয়াখালী ২ আসনে নৌকার প্রার্থী মোরশেদ আলম মোট ১ লাখ ৭৭ হাজার ৩৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের জয়নুল আবদিন ফারুক পেয়েছেন ২৬ হাজার ১৬৯ ভোট।

ঢাকা ৬ আসনে লাঙ্গলের প্রার্থী কাজী ফিরোজ রশীদ ৯৩ হাজার ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের সুব্রত চৌধুরী পেয়েছেন ২৩ হাজার ৬৯০ ভোট।

চট্টগ্রাম ৯ আসনে নৌকার প্রার্থী মুহিবুল হাসান চৌধুরী নওফেল মোট ১ লাখ ৮৬ হাজার ৭৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১৬ হাজার ২২৭ ভোট।

বগুড়া ৩ আসনে লাঙ্গলের প্রার্থী নুরুল ইসলাম তালুকদার মোট ১ লাখ ৫৭ হাজার ৭৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মাছুদা মোমিন পেয়েছেন ৫৮ হাজার ৫৮০ ভোট।

বগুড়া ২ আসনে লাঙ্গলের প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ মোট ১ লাখ ৭৮ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৫৯ হাজার ৭১৩ ভোট।

বগুড়া ১ আসনে নৌকার প্রার্থী আব্দুল মান্নান ২ লাখ ৬৮ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৬১৩ ভোট।

টাঙ্গাইল ২ আসনে নৌকার প্রার্থী তানভির হাসান ছোটমনির মোট ২ লাখ ৯৯ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন ৯ হাজার ৮৮৯ ভোট।

রাজশাহী ১ আসনে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী মোট ২ লাখ ২ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮২০ ভোট।

নোয়াখালী ৫ আসনে নৌকার প্রার্থী ওবায়দুল কাদের মোট ২ লাখ ৫২ হাজার ৭৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের ব্যারিস্টার মওদুদ আহমদ পেয়েছেন ১০ হাজার ১৭১ ভোট।

ঢাকা ১৭ আসনে নৌকার প্রার্থী আকবর হোসেন পাঠান (ফারুক) মোট ১ লাখ ৬৪ হাজার ৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৭ হাজার ৬৩৯ ভোট।

কুমিল্লা ১ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ১ লাখ ৩৪ হাজার ৮১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ৯৫ হাজার ৫৪২ ভোট।

রংপুর ২ আসনে নৌকার প্রার্থী আহসানুল চৌধুরী ডিউক মোট ১ লাখ ১৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৫৩ হাজার ৩৪০ ভোট।

চট্টগ্রাম ১১ আসনে নৌকার প্রার্থী এম এ লতিফ মোট ২ লাখ ৮৩ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ৫২ হাজার ৮৯৮ ভোট।

সাতক্ষীরা ২ আসনে নৌকার প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি মোট ১ লাখ ৫৫ হাজার ৬১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মুহাদ্দিস আব্দুল খালেক পেয়েছেন ২৭ হাজার ৭১১ ভোট।

গাইবান্ধা ৪ আসনে নৌকার প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী মোট ৩ লাখ ৮৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী লাঙ্গলের কাজী মো. মশিউর রহমান পেয়েছেন ৫৭১৭ ভোট।

জামালপুর ৩ আসনে নৌকার প্রার্থী মির্জা আজম মোট ৩ লাখ ৮৫ হাজার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন ৪ হাজার ৬৭৭ ভোট।

নারায়ণগঞ্জ ৪ আসনে নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান মোট ৩ লাখ ৯৩ হাজার ১৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মুফতি মনির হোসেন পেয়েছেন ৭৬ হাজার ৫৮২ ভোট।

ঠাকুরগাঁও ৩ আসনে ধানের শীষের মো. জাহিদুর রহমান জাহিদ মোট ৮৮ হাজার ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী নৌকার ইয়াসিন আলী পেয়েছেন ৩৭ হাজার ৭০৯ ভোট।

রাজশাহী ৫ আসনে নৌকার প্রার্থী ডা. মনসুর রহমান মোট ১ লাখ ৮৭ হাজার ৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৬২৭ ভোট।

চট্টগ্রাম ৮ আসনে নৌকা প্রার্থীর মঈন উদ্দীন খান বাদল মোট ২ লাখ ৭২ হাজার ৮৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আবু সুফিয়ান পেয়েছেন ৫৯ হাজার ১৩৫ ভোট।

খুলনা ১ আসনে নৌকার প্রার্থী পঞ্চানন বিশ্বাস মোট ১ লাখ ৭২ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আমীর এজাজ খান পেয়েছেন ২৮ হাজার ৪৩৭ ভোট।

রাজশাহী ৪ আসনে নৌকার প্রার্থী মো. এনামুল হক মোট ১ লাখ ৯০ হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আবু হেনা পেয়েছেন ১৪ হাজার ১৫৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের নৌকার প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মোট ৩ লাখ ৯৩ হাজার ৫২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের খালেদ হোসেন মাহবুব শ্যামল পেয়েছেন ৪৬ হাজার ৭৭ ভোট।

ঠাকুরগাঁও ২ আসনে নৌকার প্রার্থী দবিরুল ইসলাম মোট ২ লাখ ২৩ হাজার ৬১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের মো. আব্দুল হাকিম পেয়েছেন ১৫ হাজার ৬৩৮ ভোট।

খুলনা ৬ আসনে নৌকার প্রার্থী আক্তারুজ্জামান বাবু মোট ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ১৯ হাজার ২৯৭ ভোট।

নরসিংদী ৫ আসনের নৌকার প্রার্থী রাজি উদ্দিন আহমেদ রাজু মোট ২ লাখ ৯৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ২০ হাজার ৪৩১ ভোট।

বাগেরহাট ৪ আসনে নৌকার প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন মোট ২ লাখ ৪৭ হাজার ৯৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের প্রার্থী অধ্যাপক আব্দুল আলীম পেয়েছেন ২ হাজার ২৪২ ভোট।

চট্টগ্রাম ৫ আসনে লাঙ্গলের প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ মোট ২ লাখ ৭৭ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইবরাহিম পেয়েছেন ৪৪ হাজার ৩৮১  ভোট।

টাঙ্গাইল ৫ আসনের নৌকার প্রার্থী মো. ছানোয়ার হোসেন মোট ১ লাখ ৪৯ হাজার ৩৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের প্রার্থী মে. জে. (অব.) মাহমুদুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ৯৯২ ভোট।

খুলনা ২ আসনে নৌকার প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল ১ লাখ ১২ হাজার ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ২৭ হাজার ৩৭৯ ভোট।

চট্টগ্রাম ১০ নৌকার প্রার্থী ডা. আফছারুল আমীন মোট ২ লাখ ৮৭ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আবদুল্লাহ আল নোমান পেয়েছেন ৪১ হাজার ৩৯০ ভোট।

শেরপুর ১ আসনে নৌকার প্রার্থী আতিউর রহমান আতিক মোট ২ লাখ ৮৭ হাজার ৪৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের ডা. সানসিলা জেবরিন পেয়েছেন ২৭ হাজার ৬৪৩ ভোট।

বাগেরহাট ২ আসনে নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় মোট ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের  শীষের এম এ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।

পঞ্চগড় ১ আসনের নৌকার প্রার্থী মজাহারুল হক প্রধান মোট ১ লাখ ৭৫ হাজার ৪২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৩৯ ভোট।

মুন্সিগঞ্জ ১ আসনে নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহী বি চৌধুরী। তার নিকটতম প্রাথী ধানের শীষের শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট।

ময়মনসিংহ ৪ আসনে লাঙ্গলের প্রার্থী রওশন এরশাদ ২ লাখ ৪৪ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৫৩ ভোট।

চট্টগ্রাম ১৩ আসনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মোট ২ লাখ ৪৩ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ৩ হাজার ১৫৩ ভোট।

কুড়িগ্রাম ১ আসনে নৌকার প্রার্থী আছলাম হোসেন সওদাগর মোট ১ লাখ ২৩ হাজার ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ২২৭ ভোট।

গাজীপুর ৫ আসনে নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকি ১ লাখ ৩৬ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের এ কে এম ফজলুল হক মিলন পেয়েছেন ২০ হাজার ১১৬ ভোট।

কুমিল্লা ৭ আসনে নৌকার প্রার্থী অধ্যাপক আলী আশরাফ ১ লাখ ৮৪ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের রেদোয়ান আহমেদ পেয়েছেন ১৫ হাজার ৮৯১ ভোট।

পটুয়াখালী ৩ আসনে নৌকার প্রার্থী এস এম শাহজাদা সাজু মোট ২ লাখ ১৭ হাজার ২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের গোলাম মাওলা রনি পেয়েছেন ৯  হাজার ৯ ভোট।

কুমিল্লা ৫ আসনে নৌকার প্রার্থী আব্দুল মতিন খসরু মোট ২ লাখ ৭৩ হাজার ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের অধ্যাপক মো. ইউনুস ভূইয়া পেয়েছেন ১২ হাজার ৩৫৮ ভোট।

গাজীপুর ২ আসনে নৌকার প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল মোট ১ লাখ ৫১ হাজার ৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের সালাউদ্দিন সরকার পেয়েছেন ২৩ হাজার ৬ ভোট।

টাঙ্গাইল ৮ আসনে নৌকার প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের মোট ২ লাখ ৭৬ হাজার ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের কুড়ি সিদ্দিকী পেয়েছেন ৭১ হাজার ১৪৪ ভোট।

কুমিল্লা ৩ আসনের নৌকার প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন মোট ২ লাখ ৭৩ হাজার ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের কে এম মুজিবুল হক পেয়েছেন ১২ হাজার ৩৫৮ ভোট।

নরসিংদী ৪ আসনে নৌকার প্রার্থী অ্যাড. নুরুল মজিদ হুমায়ুন মোট ১ লাখ ৮৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ৯ হাজার ২৮৬ ভোট।

কুড়িগ্রাম ৪ আসনে নৌকার প্রার্থী জাকির হোসেন মোট ১ লাখ ৬২ হাজার ৩৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আজিজুর রহমান পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭০ ভোট।

নীলফামারী ৪ আসনের লাঙ্গলের প্রার্থী আহসান আদেলুর রহমান মোট ২ লাখ ২৯ হাজার ৫১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী এনপিপির প্রার্থী আম প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৯ ভোট।

ঝিনাইদহ ৩ আসনে নৌকার প্রতীক নিয়ে শফিকুল আজম খান চঞ্চল ২ লাখ ৪২ হাজার ৫৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের অধ্যাপক মতিউর রহমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply