ইসরাইলি পতাকার উপর দিয়ে জর্ডান এক মন্ত্রীর হেঁটে যাওয়ার ঘটনায় দারুন চটেছে তেলআবিব। জর্ডানের রাষ্ট্রদূতের কাছে এ ঘটনার ব্যাখ্যা দাবি করেছে ইসরাইল।
সম্প্রতি জর্ডানের রাজধানী আম্মানে বাণিজ্য ইউনিয়ন ভবনে এক বৈঠকে যান তথ্যপ্রতিমন্ত্রী জুমানা গুনিয়ামাতা। সেই ভবনের প্রবেশপথে রাখা ছিলো ইসরায়েলের পতাকা।
বাণিজ্য ইউনিয়ন অফিসের কর্মকর্তারা বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ও ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের প্রতিবাদে এই পতাকাজুড়ে দেয়া হয়েছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ কুটারনেহ বলেন, ভবনটি যে ব্যক্তি মালিকানাধীন, তা ইসরাইলকে জানানো হয়েছে। ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তিতে সম্মান প্রদর্শনের ওপরই আমরা এখনও জোর দিচ্ছি।
১৯৯৪ সালে ইসরাইল ও জর্ডান একটি শান্তিচুক্তি সই করে। কিন্তু জেরুজালেমে ইসরাইলি নীতি নিয়ে মতপার্থক্যের কারণে দুই দেশের সম্পর্ক হিমশীতল অবস্থায় রয়ে গেছে। কারণ জেরুজালেমে মুসলিম স্বার্থ ও ফিলিস্তিনিদের তত্ত্বাবধায়ক হচ্ছে জর্ডান।
Leave a reply