Site icon Jamuna Television

সবচেয়ে কমবয়সী সংসদ সদস্য জ‌লিল পুত্র জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দে‌শের সব‌চে‌য়ে তরুণ সংসদ সদস্য হি‌সে‌বে বেসরকা‌রিভা‌বে নওগাঁ-৫ থেকে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জন।

তিনি ৭৩ হাজার ২০৩ ভো‌টে বিএন‌পি প্রার্থীকে পরা‌জিত ক‌রে নওগাঁ সদর থে‌কে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

৩৪ বছর বয়সী জন বয়সের হিসেবে দে‌শের সব‌চে‌য়ে কম বয়সী সংসদ সদস্য।

জন মনোনয়ন পেয়েছি‌লেন নওগাঁ সদর থেকে। তিনি পেশায় একজন ব্যারিস্টার। এছাড়া তার ব্যবসা-বাণিজ্যও রয়েছে।

জন জানান, নওগাঁয় বাবার আসনে তাকে মনোনয়ন দিয়েছেন বলে জিত‌তে পে‌রে‌ছেন। এ ছাড়া তার আসন নওগাঁকে মডেল জেলা শহর হিসেবে গড়ে তুলতে চান জন।

Exit mobile version