ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়তে যাচ্ছেন এলিজাবেথ ওয়ারেন

|

Sen. Elizabeth Warren (D-MA) listens to Federal Reserve Chair Janet Yellen testify, at a Senate Banking, Housing and Urban Affairs Committee hearing on "Semiannual Monetary Policy Report to Congress" on Capitol Hill in Washington, February 24, 2015. World shares held near record highs on Tuesday after Greece produced a list of proposed economic reforms, and the dollar rose on expectations Federal Reserve chair Janet Yellen would signal the Fed was still moving towards raising interest rates. REUTERS/Kevin Lamarque (UNITED STATES - Tags: POLITICS BUSINESS) - GM1EB2P020D01

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়তে যাচ্ছেন ডেমোক্র্যাট নেতা এলিজাবেথ ওয়ারেন।

সোমবার এক ভিডিও বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন ম্যাসাচুসেটস-এর সিনেটর।

তিনি জানান, ইতোমধ্যে তার নির্বাচনী গবেষক দল কাজে নেমে পড়েছে। আগামী বছর নভেম্বরের ডেমোক্র্যাটিক প্রাইমারির আগেই তার সব প্রস্তুতি সম্পন্ন হবে।

৬৯ বছর বয়সী এই সিনেটর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে দু’নেতার মাঝে বাগবিতণ্ডা লেগেই থাকে।

এলিজাবেথের অভিযোগ, অর্থের জন্য সবকিছু বিকিয়ে দিতে রাজি ধর্ম-বর্ণ বিদ্বেষী ট্রাম্প।

অন্যদিকে, ন্যাটিভ আমেরিকান বংশোদ্ভুত হওয়ার কারণে নারী নেত্রীকে ‘পোকাহনতাস’ নামে ডাকেন প্রেসিডেন্ট ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply