তিন দিনের সরকারি সফরে আজ সোমবার দুপুরে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুর পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওয়ানা দেন তিনি।
মিয়ানমারে আগামীকাল সকালে সচিব পর্যায়ের বৈঠক ও বিকালে মন্ত্রী পর্যায়ের বৈঠকের অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রস্তাব দেবে বাংলাদেশ।
সফরে তার সাথে থাকছেন স্বরাষ্ট্র সচিব, বিজিবি, পুলিশ ও কোস্টগার্ড প্রধান, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ১২ সদস্যের প্রতিনিধি দল।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পথে অনুপ্রবেশ, মাদক পাচাররোধে সীমান্তে লিয়াজোঁ অফিস স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
Leave a reply