Site icon Jamuna Television

পদত্যাগ করেছেন পোপের মুখপাত্র গ্রেগ বার্ক

পদত্যাগ করেছেন ভ্যাটিকান ও পোপের মুখপাত্র গ্রেগ বুর্ক এবং তার সহযোগী পালোমা গার্সিয়া। গতকাল সোমবার এক টুইট বার্তায় এ কথা জানানো হয়।

ভ্যাটিকানের রাষ্ট্রীয় বিবৃতিতে জানানো হয়, পোপ ফ্রান্সিস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। যা আজ মঙ্গলবার তারিখ থেকে কার্যকর হবে।

তবে তাদের পদত্যাগের কারণ এখনও অস্পষ্ট। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর আভাস মতে অর্ন্তকোন্দলের জেরেই চাকরি ছেড়েছেন গ্রেগ ও পালোমা।

অর্ন্তবর্তী গণসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের আলেহান্দ্রো জিসোত্তি। উল্লেখ্য, ২০১২ সালে ভ্যাটিকানের গণসংযোগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন ফক্স টিভির সাংবাদিক গ্রেগ বুর্ক।

Exit mobile version