Site icon Jamuna Television

টাঙ্গাইলে সৌদি প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত মনোয়ারা বেগম (৪২) একই এলাকার ধলা খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী। এ জন্য তিনি ওই বাড়ীতেই একাই বসবাস করতেন। তিনি প্রতিদিনের মতো সোমবার রাতে ঘুমাতে যায়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর সাথে প্রতিবেশীর জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিল বলেও পুলিশ জানায়।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি এসএম তুহিন আলী বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Exit mobile version