ঘুষ গ্রহণের অভিযোগে পদত্যাগ করতে নারাজ মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গতকাল সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তার বিরুদ্ধে চলা মামলার শুনানি শেষ না হওয়ায় ইসরায়েলের আইন ও বিচারব্যবস্থার প্রতি সম্মান জানাতেই পদত্যাগ করবেন না বলে জানান তিনি।
বর্তমানে প্রতারণা ও ঘুষ গ্রহণের অভিযোগে মোট তিনটি মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। এদিকে, নেতানিয়াহুর বিরুদ্ধে চুড়ান্ত অভিযোগ গঠনে অ্যাটর্নি জেনারেল কালক্ষেপন করছেন বলে অভিযোগ তুলছেন অনেকে।
তবে, নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন নেতানিয়াহু। রাজনৈতিক ম্যান্ডেটের আশায় গেলো সপ্তাহেই দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি।
Leave a reply