ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানী তেলবাহী লরির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে সোহেল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহেল সদর উপজেলার ঘাটুরা এলাকার মৃত এলাহী খন্দকারের ছেলে। তিনি ওই লরির চালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, সকালে এস.রহমান ফিলিং স্টেশনের একটি জ্বালানী তেলবাহী লরির ট্যাঙ্কের ভেতরে ঢুকে পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেলের মৃত্যু হয়।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মির্জা সাঈদ জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে থাকা জ্বালানী তেলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে লাশ ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Leave a reply