Site icon Jamuna Television

শ্রমিকদের ধর্মঘটে অচল ফেনীর বিলোনীয়া স্থলবন্দর

কারপাস পদ্ধতি বাতিলের দাবিতে, শ্রমিকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে ফেনীর বিলোনীয়া স্থলবন্দর। দু’ দিন ধরে ব্যবসায়ীদের পণ্যবাহী ট্রাকের মালামাল খালাস বন্ধ রয়েছে। এতে পাথর, সিমেন্ট ও কয়লার অর্ধশত কাভার্ডভ্যান ও ট্রাক আটকা পড়েছে। আর কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা।

স্থানীয় শুল্ক কর্মকর্তা জানান, ধর্মঘটের কারণে ২০ লাখ টাকার রাজস্ব আয় বঞ্চিত হয়েছে, রাজস্ব বিভাগ।

বিলোনীয়া স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন সভাপতি ইব্রাহিম হোসেন জানান, গেল ১ জানুয়ারি থেকে স্থলবন্দর কর্তৃপক্ষ কারপাস পদ্ধতি চালু করে। এতে স্থলবন্দর দিয়ে ভারতের সীমানায় মালামাল আনলোড করা যায়। বাংলাদেশের শ্রমিকরা আনলোড কার্যক্রমে অংশ নিতে পারছেন না। ২০০৯ সালে বন্দর চালু হওয়ার পর থেকে বাংলাদেশের অংশে মালামাল আনলোড করা হতো। এতে দুই দেশের শ্রমিকেরা যৌথভাবে কাজ করার সুযোগ পেত।

কাস্টমস অফিস জানিয়েছে, গেল ৮ ও ৯ অক্টোবর দিল্লিতে দুই দেশের যৌথ সভায় বিলোনীয়াসহ চারটি বন্দরে কারপাস পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়।

Exit mobile version