মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা হাউজ অব রিপ্রেজেন্টিটিভসের নিয়ন্ত্রণ ফিরে পেলো বিরোধী- ডেমোক্র্যাটিক পার্টি। বৃহস্পতিবার শপথ নেন মধ্যবর্তী নির্বাচনে জয়ী আইনপ্রণেতারা।
সর্বসম্মতিতে, স্পিকারের দায়িত্ব ফিরে পান ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। ৭৮ বছর বয়সী এই নেতা জানান- মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ না করেই যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের অবসান ঘটানো হবে। নতুন প্রতিনিধি পরিষদ বেশ বৈচিত্র্যপূর্ণ।
রেকর্ড ১০২ জন নারী আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। যাদের ৩৬ জন নতুনভাবে জয়ী; ৪৩ জন অ-শ্বেতাঙ্গ। যাদেরমাঝে, প্রথমবারের মতো মুসলিম নারী প্রতিনিধি হলেন মিশিগানের রাশিয়া তৈয়ব এবং মিনেসোটার ইলহান ওমর। রয়েছেন দু’জন ন্যাটিভ আমেরিকানও।
মধ্যবর্তী নির্বাচনে ৪৩৫ আসনের কংগ্রেসের ২৩৫টিই দখলে নেয় ডেমোক্র্যাটরা। নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ অচলাবস্থার নিরসন।
এছাড়াও প্রেসিডেন্টের আয়করসহ প্রশাসনিক বিভিন্ন ইস্যুর সুষ্ঠু তদন্ত চাইতে পারে নতুন কংগ্রেস।
Leave a reply