হাঙ্গেরী নেয়া হচ্ছে জমজ শিশু রাবেয়া ও রোকেয়াকে

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় উন্নত চিকিৎসার জন্য আজ রাতেই হাঙ্গেরী নেয়া হচ্ছে পাবনার আলোচিত মাথা জোড়া লাগানো জমজ শিশু রাবেয়া ও রোকেয়াকে।

২০১৭ সালের নভেম্বর থেকেই তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের চিকিৎসার দায়িত্ব নেন।

সংশ্লিষ্টরা বলছেন, রাবেয়া ও রোকেয়াকে তিন মাসের জন্য হাঙ্গেরি নেয়া হচ্ছে। পাবনার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুন দম্পতির ছোট সন্তান তারা। এরআগে জন্মের চারদিন পরই কিছুদিনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply