রাখাইনে আরাকান আর্মির হামলায় নিহত ৭ পুলিশ

|

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা চৌকিতে বৌদ্ধ ধর্মাবলম্বী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি ‘আরাকান আর্মি’র হামলায় অন্তত ৭ পুলিশ সদস্য নিহত হয়েছে। শুক্রবার দেশটির স্বাধীনতা দিবসে এ হামলা চালায় বলে সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গেলো ডিসেম্বরের প্রথম দিকেও মিয়ানমার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আরাকান আর্মির তুমুল সংঘর্ষ হয়। রাজ্যটিতে বসবাসরত সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের অধিকারের দাবিতে সক্রিয় স্বশস্ত্র গোষ্ঠীটি।

রয়টার্সকে আরাকান আর্মির মুখপাত্র জানায়, তাদের সদস্যরা রাখাইনের অন্তত ৪টি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে ৭ জনকে হত্যা করেছে। বাংলাদেশ সীমান্তের কাছে এ হামলার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। রাখাইনে দমন-পীড়নের স্বীকার হয়ে ২০১৭ সালে ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply