সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৭ জনের রিমান্ড আবেদন

|

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৭ জনের রিমান্ড চেয়েছে পুলিশ। আগামীকাল হবে শুনানি। চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন, এর আগে ৫ আসামিকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার আরও ২ আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২ নম্বর আমলি আদালতে তোলা হবে।

গ্রেফতার ৭ জনের মধ্যে ৫ জন ইটভাটার শ্রমিক, একজন কলা বিক্রেতা। অপরজন ঘটনার মূল ইন্ধনদাতা সাবেক ইউপি সদস্য রুহুল আমিন। গণধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করেছে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ।

গত রোববার রাতে সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামে ওই নারীর বসতঘর ভাঙচুর করে সন্ত্রাসীরা। স্বামী-সন্তানকে আটকে রেখে ধর্ষণ করার মামলা আছে ৯ জনের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই নারী এখনও সদর হাসপাতালে চিকিৎসাধীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply