ভোলায় নতুন গ্যাসক্ষেত্র পাওয়া গেছে। সেখানে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভাবনা বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আজ সোমবার সকালে মন্ত্রীপরিষদের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রীপরিষদ সচিব।
তিনি বলেন, ক্রমবর্ধমান গ্যাসের চাহিদার এ সময়ে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া বাংলাদেশের জন্য সত্যিই সুখবর।
এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের সাথে সমঝোতা করে কাজ করবে বাংলাদেশ এমন নির্দেশনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে গেছেন বলে জানান সচিব। শফিউল আলম বলেন, ১৯৯২ সালে চুক্তি নিয়ে দেশটির সাথে আলোচনা হবে। আলাপ আলোচনার মাধ্যমেই রোহিঙ্গাদের প্রত্যাবসন হবে।
ভোলার শাহবাজপুরে বর্তমান গ্যাসক্ষেত্রকে কেন্দ্র করে প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকার ভূগর্ভে এই বিপুল পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (বাপেক্স) ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করে গ্যাসের এই অবস্থান চিহ্নিত করেছে।
জরিপের ফলাফলের ভিত্তিতে এখন সেখানে বিদ্যমান চারটি কূপের পাশাপাশি আরও দুটি অনুসন্ধান কূপ খননের প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতোমধ্যে ভোলায় বাপেক্সের খননযন্ত্রও (রিগ) নেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
Leave a reply