মন্ত্রিসভায় শুধুই আওয়ামী লীগ

|

নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ঘোষণা করেন। ৪৬ সদস্যের নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার।

নতুন মন্ত্রিসভায় এবার মহাজোটের শরিকরা স্থান পাননি। ৪৬ জনের সবাই আওয়ামী লীগের নেতা।

মহাজোটের শরিক জাতীয় পার্টি থেকে গত মন্ত্রিসভায় সর্বশেষ ৩ জন মন্ত্রী ছিলেন। তবে এবার বিরোধী দল হিসেবে ভূমিকা নেয়ায় এই দলের কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। যদিও আগের বার বিরোধী দলের ভূমিকায় থেকেও দলের একাংশ সরকারে ছিলো।

জাতীয় পার্টি থেকে আগের মন্ত্রিসভার সদস্য ছিলেন পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা।

এছাড়া ওয়ার্কার্স পার্টি সভপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু আগের মন্ত্রিসভার থেকে বাদ পড়লেও দলগুলো থেকে অন্য কাউকে নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি।

জেপি সভাপতি ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকেও নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply