সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্ব পেলেন ৫ জন

|

একাদশ জাতীয় সংসদের ৪৬ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে আজ রোববার। এতে সিলেট বিভাগ থেকে পূর্ণ মন্ত্রী হয়েছে ৫ জন।

তারা হলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন (সিলেট-১), পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (সুনামগঞ্জ-৩), পরিবেশ ও বন মন্ত্রী শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ (সিলেট-৪), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী (হবিগঞ্জ-৪)।

আজ রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আগামীকাল সোমবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিলেট অঞ্চল থেকে আগের মন্ত্রিসভায় থাকা দুইজন বাদ পড়েছেন। এর মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেশ কিছু দিন ধরে অবসরে যাওয়ার কথা বলছিলেন। সে কারণে তিনি নির্বাচনেও অংশ নেননি। তার বদলে সিলেট-১ আসন থেকে নির্বাচন করেন ছোট ভাই আব্দুল মোমেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জায়গা হয়নি নতুন মন্ত্রিসভায়।

প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ।আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply