ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্থগিত ৩টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি। এ উপলক্ষে আজ রবিবার বিকালে গণসংযোগ করার সময় উপজেলার যাত্রাপুরে গ্রামে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আবদুস সাত্তার ভূইয়ার উপর হামলা ও গাড়ী ভাংচুর করে দৃর্বৃত্তরা। একইসাথে সারাইল যাওয়ার পথে সোহাগপুর গ্রামেও তার গাড়ী উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
আবদুস সাত্তার ভূইয়া অভিযোগ করে বলেন, কোন কারণ ছাড়াই প্রতিপক্ষ আ’লীগের বিদ্রোহী প্রার্থী মঈন উদ্দিন মঈনের সর্মথকরা অর্তকিত হামলা চালায় এবং গাড়ী ভাংচুর করে।
জেলা বিএনপি সাধারন সম্পাদক মো. জহিরুল হক খোকন বলেন, একজন প্রার্থীর উপর এভাবে প্রকাশ্যে হামলা চালানো দুংখজনক। তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার বলেন আমি খবর পেয়েছি। বিএনপি প্রার্থী এই বিষয়ে আমাকে মৌখিক জানিয়েছে। তাকে বলেছি প্রচারের আগে থানাকে অবগত করার জন্য।
Leave a reply