কুমিল্লায় খালেদা জিয়ার জামিনের শুনানি আবারও পিছিয়েছে

|

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলার চার্জ গঠন ও জামিন আবেদনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৬ জানুয়ারি ধার্য করা হয়েছে নতুন শুনানির দিন। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জেলা ও দায়রা জজের অবসরজনিত কারণে, পদ শূন্য থাকায় ১৬ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেন আদালত। ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালে চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ৮ জন নিহত হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদি হয়ে পরদিন হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করেন। পরে এই মামলায় গ্রেফতার দেখানো হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply