নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার কারণে এক গৃহবধুকে গণধর্ষণের মামলায় গ্রেফতার আরও ৩ জনকে আজ আদালতে হাজির করা হয়। তাদের দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
আজ সোমবার দুপুরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। এ নিয়ে এ মামলায় ১০ জনকে গ্রেফতার করা হলো।
এর আগে, সকালে ধর্ষণের শিকার ওই নারীর জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার তদন্তভার পেয়ে কাজ শুরু করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার জানান, এজাহারভুক্ত ৯ জনের মধ্যে ৬ জন ও অভিযুক্ত ৪ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ৩০ ডিসেম্বর রাতে সুবর্ণচরে ওই নারীর বসতঘর ভাঙচুর করে সন্ত্রাসীরা। স্বামী-সন্তানকে আটকে রেখে চলে গণধর্ষণ। পরে এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়। তদন্তে পুলিশ আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরও আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
Leave a reply