নতুন মন্ত্রিসভার সদস্যরা নিজেদের দায়িত্ব বুঝে নিতে আজ মঙ্গলবার সচিবালয়ে গিয়েছেন। কর্মকর্তা-কর্মচারিদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি কথা বলেছেন সংবাদমাধ্যমের সাথে। জানিয়েছেন নিজেদের পরিকল্পনা ও নানা স্বপ্নের কথা।
শিক্ষামন্ত্রী হিসেবে নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের আগের মেয়াদে (২০০৮-২০১৪) পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ডা. দীপু মনি। নতুন দায়িত্বকে বেশ চ্যালেঞ্জিং মনে করছেন এই অভিজ্ঞ রাজনীতিক।
আশা প্রকাশ করলেন সব চ্যালেঞ্জ দায়িত্ব নিয়েই সমাধান করবেন। তবে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনে। সাংবাদিকদেরকে বললেন, সব চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি বিশেষভাবে প্রশ্নফাঁস বন্ধে ভূমিকা রাখবেন।
একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ রাজনীতিক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, আসলে বিষয়টিকে মন্ত্রীত্ব হিসেবে নয়, নতুন দায়িত্ব হিসেবে দেখছি।
Leave a reply