৩০ ডিসেম্বর নির্বাচন কমিশন দেশের মালিক জনগণের সাথে প্রতারণা করেছে। সরকারী কর্মকর্তাদের ব্যবহার করে, নীল
নকশা অনুযায়ী ভোটের আগের রাত্রে নৌকা ও লাঙ্গল মার্কায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী গুরুতর অপরাধ করেছেন।
এসময় তিন দফা কর্মসূচী ঘোষণা করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। কর্মসূচীগুলি হলো:- দ্রুতই জাতীয় সংলাপের ব্যবস্থা করা হবে, নির্বাচনী ট্রাইবুনালে মামলা করা হবে ও ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে ঐক্যফ্রন্টের নেতারা সফর করবেন।
একইসাথে সংবাদ সম্মেলনে জনগণকে সাথে নিয়ে পরবর্তী কর্মসূচীও ঘোষণা করা হবে বলে জানান মীর্জা ফখরুল।
Leave a reply