রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের জেরে মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, রাখাইনে যা ঘটছে তাতে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। সহিংসতার পেছনে দায়ীদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। নির্যাতন বন্ধে প্রয়োজনে অবরোধের পরিমান আরো বাড়ানো হবে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যাপারে বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তাদের সুবিধা বাতিল করা হয়েছে। নিরাপত্তারক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্ত কর্মকর্তাদের মার্কিন অর্থায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেয়ার ওপরও ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিবৃতিতে রাখাইনে, মানবাধিকারকর্মীদের প্রবেশাধিকার দিতে মিয়ানমারকে আহ্বান জানানো হয়।
Leave a reply