সাবমেরিন কেবল মেরামত শুরু

|

শুরু হয়েছে প্রথম সাবমেরিন ক্যাবল মেরামত। কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ১১৫ কিলোমিটার দূরে একটানা তিন দিন রিপিটার স্থাপনের কাজ চলবে। মেরামত চলাকালীন, ব্যান্ডউইথ ঘাটতি মোকাবেলায় বিদেশি কোম্পানি কোজেন্ট থেকে এক মাসের জন্য ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি করেছে বিএসসিসিএল।

গত ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্ধ করা হলো দেশের প্রথম সাবমেরিন ক্যাবল। মেরামতের কাজ চলায়, তিন দিন প্রথম সাবমেরিন ক্যাবলের সেবা পাওয়া যাবে না। এই সময়ে ইন্টারনেট ব্যবস্থায় ব্যান্ডউইথের কিছুটা ঘাটতি থাকবে। এতে ২৪ থেকে ২৬ অক্টোবর কিছুটা ধীরগতির ইন্টারনেট সেবা নিতে হবে। তবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছে বিএসসিসিএল। ব্যান্ডউইথ ঘাটতিতে বিপর্যয়ের আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের দৈনিক চাহিদা ৪৭০ জিবিপিএস। এরমধ্যে দু’টি সাবমেরিন ক্যাবল থেকে ২৭০ জিবিপিএস, আর বাকী ২০০ জিবিপিএস আইটিসি কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply