ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রসংগঠনের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক

|

ডাকসু নির্বাচন ও ডাকসু গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে সব ছাত্রসংগঠনের সাথে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বৈঠক শুরু হয়।

ডাকসুর গঠনতন্ত্র নতুন করে প্রণয়ণ করতে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান করে একটি কমিটিও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে ডাকসু নির্বাচনে আইনগত নানা দিক নিয়েও আলোচনা হচ্ছে।

১৯৯৮ সালে সবশেষ ডাকসু গঠনতন্ত্র সংশোধন হয়েছিলো। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে গঠনতন্ত্র দেয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয়। এতে করে নির্বাচন বিষয়ে সীমাবদ্ধতা কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গতবছর ১৬ সেপ্টেম্বর পরিবেশ পরিষদের বৈঠক হয়েছিল। গত ৬ জানুয়ারি, ডাকসু নির্বাচন স্থগিত করে চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করেন আপিল বিভাগ। এতে করে, নির্বাচন করতে আর কোনো বাধা থাকছে না বলে জানায় আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply