ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোন সম্ভাবনা নেই: আইনমন্ত্রী

|

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোন সম্ভাবনা নেই- এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি আরও বলেন, এই আইনের কোন ধারার যেন অপপ্রয়োগ না হয় সে বিষয়ে খেয়াল রাখবে আইন মন্ত্রণালয়। প্রয়োজনে যে কোন সংশোধন আসতে পারে।

সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া পৌঁছান অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তারা এসময় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন।বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় তারা ফাতেহা পাঠ করেন এবং দোয়া-মোনাজাত অংশ নেন।

প্রসঙ্গত, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে গতকাল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এই দুই মন্ত্রী টু্ঙ্গিপাড়া যেতে পারেননি।মন্ত্রিসভার সদস্যরা গতকাল বাসযোগে টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply