ফেনীতে ৩৯টি গ্রাম প্লাবিত

|

উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজীর পাশাপাশি পরশুরামেরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সবমিলিয়ে পানি ঢুকে গেছে প্রায় ৩৯টি গ্রামে।

স্থানীয় উপজেলা প্রশাসন জানিয়েছে, তিনটি নদীর অন্ততটি ১৯টি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। পানি ঢুকে প্লাবিত ১২০০ হেক্টর রোপা আমন, ৬০ হেক্টর সবজিসহ মাছের ঘের ও বাড়িঘর। এতে বড় ক্ষতির মুখে চাষীরা। আগে থেকেই বাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত ছিল। তা দিয়ে পানি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তবে, সীমিত বরাদ্দ দিয়ে বাঁধ সংস্কারের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply