চট্টগ্রামে উষ্ণ অভ্যর্থনা পেলেন নওফেল

|

নবগঠিত মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা চট্টগ্রামে গেলেন, তাই মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ঘিরে সেখানকার নেতাকর্মীদের উচ্ছ্বাসটাও একটু বেশি। পেলেন ফুলেল শুভেচ্ছা; জানালেন নতুন দায়িত্ব কীভাবে সামলাতে চান, সে পরিকল্পনার কথাও।

শুক্রবার সকালে চট্টগ্রামের সার্কিট হাউজে পৌঁছান তরুণ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শীতের সকালেও বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি, স্লোগান ও করতালি তো ছিলই। উপমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। পরে, নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।

নওফেল জানান, প্রশ্নফাঁস রোধে ডিজিটাল পদ্ধতি কাজে লাগানোর কথা ভাবছে সরকার। পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন পাঠানোর বিষয়ে চিন্তা চলছে। এসময় প্রশ্নফাঁস রোধে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান নওফেল।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ভুল আগেও হতো, তখন সেটা প্রচার পেতো কম। এখন বেশি প্রচার পায়। আমি এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। এতে আমরা সমস্যা নিরসনের সুযোগ পাবো।

এসময়, আগামী দিনে কর্মমূখী শিক্ষার ওপর জোর দেয়ার কথাও জানান শিক্ষা উপমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply