তীব্র নিন্দা-সমালোচনার মধ্যেই দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোলাস মাদুরো। একে ‘প্রতারণার ক্ষমতাগ্রহণ’ হিসেবে আখ্যা দিয়েছে বিরোধী দল যুক্তরাষ্ট্র ও ইইউ।
দেশটির পার্লামেন্ট বিরোধীদের নিয়ন্ত্রণে থাকায়, প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে শপথ নিলো কোনো প্রেসিডেন্ট। ৫৬ বছর বয়সী সমাজতান্ত্রিক এই নেতা ২০২৫ সাল পর্যন্ত দেশটি শাসন করবেন। আনুষ্ঠানিকতার সময়, আদালত প্রাঙ্গনে মাদুরোপন্থি এবং বিরোধীদের ছিল পাল্টাপাল্টি অবস্থান। ছিল বিক্ষোভ কর্মসূচি।
এর আগেই, লাতিন আমেরিকার দেশগুলোর জোট-লিমা এবং অন্যান্য দেশ মাদুরোর নতুন সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। তাদের অভিযোগ, অর্থমন্দা-অভিবাসন সংকটের মতো ভয়াবহ সমস্যা চলাকালে, পুরোপুরি জালিয়াতির মাধ্যমে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন মাদুরো।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply