একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ব্যর্থতা ঢাকতে ঐক্যফ্রন্ট সংলাপের কথা বলছে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি ও তাদের সহযোগী কিছু নেতার চিকিৎসা প্রয়োজন। তারা বহুল প্রশংসিত নির্বাচনে হেরে সংলাপের কথা বলছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে এ ধরনের কথা বলছেন তারা। তাদের মানসিক ও শারীরিক চিকিৎসা দরকার।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে চরমভাবে হেরে এখন নিজেদের মুখ রক্ষার জন্য সংলাপের দাবি করছেন তারা।
তিনি আরও বলেন, যারা নমিনেশন বিক্রি করে, আর নির্বাচনের আগে ঘরে বসে থাকে তারা নির্বাচনে জয়লাভ করতে পারে না। বাংলাদেশে একটি পক্ষ গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী।
Leave a reply