রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের-বাংলাদেশ বৈঠক

|

Rohingya refugees walk on the muddy path after crossing the Bangladesh-Myanmar border in Teknaf, Bangladesh, September 3, 2017. REUTERS/Mohammad Ponir Hossain

রোহিঙ্গা সংকট সমাধানসহ বিভিন্ন ইস্যুতে মিয়ানমার প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের প্রতিনিধি দল। ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

আর মিয়ানমারের ১৬ সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রসচিব। নেইপিদোর হরিজন লেকভিউ রিসোর্টে সকাল ৯টায় ৩ ঘণ্টার বৈঠকটি শুরু হয়। এরপর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কনফারেন্স রুমে’ হয় দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেন। এই বেশকিছু সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। সমঝোতার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের বার্তা নিয়ে গতকাল দুপুরে মিয়ানমার গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply