ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র গুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ কমাতে বিভিন্ন জেলায় ভিসা আবেদন কেন্দ্র খুলছে ভারতীয় হাইকমিশন। এরই অংশ হিসেবে এবার পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলায় খোলা হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। জেলা শহরের খৈয়াশার এলাকায় একটি ভাড়া বাসায় নতুন এই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।
কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রবিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই কেন্দ্রে ভিসা প্রত্যাশীদের আবেদন জমা নেয়া শুরু হয়েছে। প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেয়া হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। আবেদন জমা দেয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় বহুল কাঙ্খিত এ ভিসা আবেদন কেন্দ্রটি চালু হওয়ার মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে ভিসা প্রত্যাশীদের মনে। কেননা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিন শত শত যাত্রী প্রবেশ করে। ফলে ভিসা প্রাপ্তির জন্য বিভাগীয় শহরে যেত হত। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া থেকেই পাচ্ছে ভারতীয় ভিসা।
Leave a reply