অর্থপাচার মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার ২ ভাইসহ জেলে

|

অর্থপাচারের পাঁচ মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে তাঁরা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

বিকেলে শুনানী শেষে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দিলদার আহমেদ গুলশান থানার দুটি ও রমনা থানার একটি মামলায় আদালতে হাজির হন। তাঁর অপর দুই ভাই ধানমন্ডি ও উত্তরা থানার দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষে আদালতে উপস্থিত না হওয়ায় গত দুই দিনে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

অর্থপাচারের অভিযোগে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের তিন মালিকের মধ্যে দিলদারের বিরুদ্ধে তিনটি ও অপর দুইজনের বিরুদ্ধে একটি করে রাজধানীর চারটি থানায় মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তর ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply