ফিলিস্তিনিদের ভাগ্যে জুটছে না জাতিসংঘের ত্রাণ সহায়তা

|

প্রায় ২৭ হাজার ফিলিস্তিনির ভাগ্যে জুটছে না জাতিসংঘ খাদ্য সংস্থা- ডব্লিউএফপির ত্রাণ সহায়তা। তহবিল ঘাটতির কারণে বরাদ্দ কমানো হয় বলে দাবি করেন, ফিলিস্তিনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক স্টিফেন কেয়ারনি।

চলতি বছর জানুয়ারি থেকেই সহায়তা কমানো হয় বলে জানান তিনি। প্রায় চার বছর ধরে ধারাবাহিকভাবে কমে আসছে সংস্থাটিতে অনুদানের হার। এর মধ্যেই গেলো বছর অনুদান কমানোর ঘোষণা দেয় সংস্থার সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। ফলে ২০১৯ সাল থেকে ফিলিস্তিনে বরাদ্দ কমাতে বাধ্য হয় ডব্লিউএফপি।

গত ডিসেম্বরে ইইউ এবং সুইজারল্যান্ডের পক্ষ থেকে কিছুটা সহায়তা পেলেও পর্যাপ্ত নয় তা। তহবিল ঘাটতি পূরণে নতুন দাতা সন্ধানে চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। ২০১৮ সালে গাজা ও পশ্চিম তীরে ৩ লাখ ৬০ হাজার নাগরিক পেতো জাতিসংঘের খাদ্য সংস্থার ত্রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply