মিয়ানমার বাংলাদেশের বন্ধু রাষ্ট্র,তাদের সাথে আলোচনার মাধ্যমেই শান্তিপূর্ণ ভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ) মাজার জিয়ারত ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সংকট সমাধানে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়নেই কাজ করবেন বলে জানান মন্ত্রী। এবিষয়ে তিনি আরও বলেন, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে বিশ্ব নেতাদেরও ব্যাপকভাবে ভুমিকা রাখতে হবে।
ভারত সফরে ৯ জন সচিবসহ বড় একটি প্রতিনিধি দল তার সাথে থাকবেন। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক ইস্যুতে আলোচনা হবে বলেও জানান ড. মোমেন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সিলেট সফরে এলেন সিলেট ১ আসনের নবনির্বাচিত এই সাংসদ।
Leave a reply