সন্ত্রাসী হামলার বিচার এবং মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দুই দফা দাবিতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।
এতে বন্ধ রয়েছে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর ও বাগেরহাট রুটের বাস চলাচল। সকাল থেকে এসব রুটের যাত্রীরা তাই চরম ভোগান্তিতে পড়েছে।
মিনিবাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের অভিযোগ, দুই দিন আগে বরিশালের খয়রাবাদ সেতু এলাকায় চাঁদার দাবিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আহত হন মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ ৫জন। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। এ প্রেক্ষিতে, হামলার বিচার এবং মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় তারা।
/আরএএম/টিএফ
Leave a reply