রেডমি নোট সেভেন: ৮ মিনিটে শেষ হয়ে গেল ১ লাখ ফোন!

|

মঙ্গলবার বিশেষ ছাড়ে অনলাইনে রেডমি নোট ৭ কেনার সুযোগ দেয়া হয় চীনের ক্রেতাদেরকে। মাত্র ৮ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হওয়া এই ফ্ল্যাশ সেলে বিক্রি হয় ১ লাখ ফোন।

উৎপাদনকারী কোম্পানি শাওমির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি জানুয়ারিতেই রেডমি নোট ৭ ফোনটির ১০ লাখ ইউনিট বিক্রি হবে বলে আশা করছে তারা।

প্রতিষ্ঠানের প্রোডাক্ট ডিরেক্টর ওয়াং টেং টমাস বলেন, জানুয়ারিতে ১০ লাখ ডিভাইস বিক্রি করার মতো স্টক আছে তাদের। এই পরিমাণ ডিভাইস বিক্রি করা মোটেও কঠিন হবে না।

৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের ফোনটির পেছনে আছে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের ক‍্যামেরা। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রসেসরে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০।

এছাড়া ব‍্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৪ হাজার মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম এবং ৪ ও ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম সংস্করণে এটি বাজারে এসেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply