রুপকথার গল্প সাজিয়েছে টিআইবি, মিথ্যা বিশ্লেষণের জবাব জনগণই দেবে: কাদের

|

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগ নয়, বরং অভূতপূর্ব নির্বাচন যারা মানেন না তাদেরই ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন বিষয়ে বলেন, নির্বাচন স্বচ্ছ হয়নি বলে রুপকথার গল্প সাজিয়েছে সংস্থাটি।

বুধবার সকালে বঙ্গব্ন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ যুবলীগের বিশেষ বর্ধিত সভায় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয়ের পর তাদের মুখে নির্বাচন নিয়ে কথা মানায় না। লজ্জা থাকলে বিএনপি মহাসচিবের পদত্যাগ করা উচিৎ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

টিআইবির প্রতিবেদনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের এতদিন পর অবিশ্বাস্য রুপকথার গল্পের উদ্দেশ্য কী তা জানে না আওয়ামী লীগ। টিআইবির এমন মিথ্যা বিশ্লেষণের জবাব জনগণই দেবে বলেও জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply