দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পায়ে ফোঁড়া ওঠায় গ্যাটকো দুর্নীতি মামলায় তাকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ।
সকালে খালেদা জিয়াকে আদালতে হাজির করার কথা ছিলো। কিন্তু তিনি অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির না করে আদালতে কাস্টরি ওয়ারেন্ট পাঠায় কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া অনুপস্থিত থাকলেও মামলাটির অভিযোগ গঠন শুনানি করা যেতে পারে। তবে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে মামলার অভিযোগ গঠন কিংবা শুনানির কোনো সুযোগ নেই। ২৪ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি ধার্য করেছেন আদালত। সেদিন সব আসামিকে হাজিরের নির্দেশ দেয়া হয়। এর আগে. ১০ জানুয়ারি খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ছিলো।
Leave a reply