তৃণমূল থেকে দুর্নীতি নির্মূলে জনপ্রশাসন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ

|

সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার- উল্লেখ করে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতে জনপ্রশাসন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪র্থ দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর সচিবালয়ে প্রথম অফিস করতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়গুলোর কার্যক্রম সরেজমিন দেখতে প্রথমেই যান জনপ্রশাসন মন্ত্রণালয়ে, যার দায়িত্বে রয়েছেন শেখ হাসিনা। মতবিনিময় করেন কর্মকর্তাদের সাথে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করতেই কাজ করছে সরকার। কোনো পর্যায়েই যেন দুর্নীতি না হয় তা নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বেতন ভাতা বাড়ানো হয়েছে, আবাসনসহ সব ব্যবস্থা করা হয়েছে। এখন জনসেবা বাড়াতে হবে। পদায়ন-পদোন্নতি সঠিকভাবে করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাজেট বরাদ্দের যথাযথ ব্যবহার করতে হবে। আগামী ৫ বছরে প্রবৃদ্ধি ১০ ভাগে উন্নীত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply