৭০ টাকা ‘ছিনতাই’ করে ফেরত দিল পুলিশ

|

সাতক্ষীরায় পত্রদূত সংবাদপত্রের এক কর্মচারীর কাছ থেকে মঙ্গলবার ৭০ টাকা ছিনতাই করে পুলিশ। তবে তা একঘন্টা পরই তা ফেরৎ দেয় একজন পুলিশ কর্মকর্তা।

টাকা ছিনতাইয়ের শিকার শেখ সোহানুর রহমান প্লাবন মঙ্গলবার মধ্য রাতে কর্মস্থল দৈনিক পত্রদূত কার্যালয় থেকে বের হয়ে সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাসের সামনে আসতেই কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে। এ সময় তার কাছে এক হাজার টাকা চাঁদা চায়। তার কাছে এত টাকা নেই জানালে পুলিশ তার পকেটে হাত ঢুকিয়ে নগদ ৭০ টাকা পায়। পরবর্তীতে পুলিশ তাকে ছেড়ে দেয়।

প্লাবন জানান, খবরটি তার পত্রিকার সম্পাদককে জানালে তা সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে জানানো হয়। পরে পুলিশ পরিদর্শক (আইসিটি) আবুল কালাম পত্রদূত অফিসে গিয়ে রাতেই সে টাকা প্লাবনের কাছে ফেরত দিয়ে আসেন।

আবুল কালাম জানান, পুলিশ সন্দেহ করে তার দেহ তল্লাশি করতে চাইলে ভয়ে সে পালিয়ে যেতে থাকে। এ সময় তার পকেট থেকে এ টাকা পড়ে যায়।

তথ্যসূত্র: যুগান্তর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply